loader image

14th Annual General Meeting of Islami Bank Capital Management Ltd.

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৪তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অদ্য মার্চ ১৩, ২০২৩ তারিখে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। আইবিসিএমএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো: ফসিউল আলম এর সভাপতিত্বে সভায় আইবিসিএমএল এর পরিচালক মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ কামরুল হাসান, মো. কায়সার আলী, মোঃ আলতাফ হোসেন ও জি. এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের উপস্থিত ছিলেন। সভায় শেয়ার হোল্ডারদের মধ্যে মো. আশরাফুল হক, এফসিএ ও মোঃ সালেহ ইকবাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন আইবিসিএমএল এর শরী’আহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, আইবিসিএমএল এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ, সিআইপিএ, সিএসএএ, আইবিসিএমএল এর কোম্পানী সচিব আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস, ইনচার্জ এডমিন মোঃ আল আমিন, ইনচার্জ হিসাব বিভাগ মো: মনির হোসেন তালুকদার ও ইনচার্জ আইটি আশরাফ খান। সভায় শেয়ারহোল্ডারগন কর্তৃক সর্বসম্মতিক্রমে ডিসেম্বর ৩১, ২০২৩ সালের আর্থিক বিবরনী অনুমোদনসহ অন্যান্য কার্যাবলী গৃহীত হয়।

Comments are closed.

Easysoftonic