স্থানীয় সুকুক বন্ডের মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা নেবে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড। এ লক্ষ্যে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে কোম্পানির করপোরেট হেড অফিসে বোর্ড সভার আয়োজন করা হয়।
ওই সভায় বিষয়টি অনুমোদন করে। পরে একই দিন বিকালে দেশের শীর্ষ স্থানীয় দুটি ইস্যু ম্যানেজার ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম রহমান, নির্বাহী পরিচালক মোমতাজুল ইসলাম, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সারোয়ার জাহান তালুকদার, ডিএমডি এমএ বশির আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, সিএফও মো. আছিয়ল হকসহ ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী অতি দ্রুত ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান দুটি সুকুক বন্ডের মাধ্যমে টাকা তোলার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করবেন। পরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবর আবেদন করা হবে। বিএসইসির অনুমতি প্রাপ্তির পর শেয়ারবাজার থেকে উল্লেখিত ৫০০ কোটি টাকা তুলবে দেশবন্ধু পলিমার লিমিটেড।
আজকালের খবর/বিএস
Comments are closed.