loader image

করপোরেট সুশাসনের জন্য আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড করপোরেট সুশাসনের জন্য ইসলামী ব্যাংকিং কোম্পানিজ ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রদত্ত গোল্ড অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করেছে।

শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নিকট থেকে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, আইসিএসবি’র প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ, এফসিএস এবং ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ এফসিএস এ সময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

Easysoftonic