loader image

ইসলামী ব্যাংক সেকেন্ড পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ আইবিবিএল দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৮০০ কোটি টাকার নন-কিউমুলেটিভ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির বৈশিষ্ট আনসিকিউরড, কনটিজেন্ট কনভার্টেবল, প্রি-স্পেসিইড টিগার পয়েন্ট, কুপন/প্রফিট ডিসক্রেশন, সাব-অর্ডিনেটেড ও নন কিউমুলেটিভ।

ব্যাংকটি টিয়ার-১ মূলধন শর্ত পূরণে ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। ইসলামী ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে বন্ড ইস্যু করতে পারবে।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসআই)

Comments are closed.

Easysoftonic